কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার কম্পিউটার অপারেটর শাহ আলম, বয়স ৩৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন শাহ আলম। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম সাহেবনগর মৌলভী বাড়িতে তাকে দাফন করা হয়। শাহ আলমের মামাতো ভাই ইলিয়াস মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শাহ আলম ছিলেন মো. বাহার মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানা গেছে, তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে স্বজনদের মাঝে।
বিডি প্রতিদিন/আশিক