দিনাজপুরের খানসামায় গাঁজাসহ আকিবুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আকিবুল ইসলাম (৫০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাংকে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান চলাকালে চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায়।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ