রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট হাতে গণনাসহ ছয়দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম।
বুধবার প্রধান নির্বাচন কমিশন এফ নজরুল ইসলামে এসব দাবির স্মারকলিপি দেন তারা।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে। পাশ ধরী ছাড়া ভোট কেন্দ্রে কেউ থাকবে না। তবে ভোট হাতে গণনা সময় সাপেক্ষ। যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ছাত্রদল বিজ্ঞ সংগঠন। আশা করি বিষয়টি তারা বুঝবে।
তাদের অন্য দাবিসমূহ- ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বছতা রক্ষার্থে ‘স্বচ্ছ ব্যালট বাক্স’ ব্যবহার নিশ্চিত করা; ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক’ ছবি যুক্ত ভোটার’ তালিকা প্রদান; ভোট চলাকালীন সময়ে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড/পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কারো ভোটকেন্দ্রের ১০০ মিটারে প্রবেশ নিষিদ্ধ করা; লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করা।
ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তবে নির্বাচন কমিশনের গা ছাড়া ভাব। আমি বলতে চাই আপনারা আরো একটু সোচ্চার হোন। আমরা ভোট বর্জন করতে চাই না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে দাবিগুলো মেনে নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন