সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় মা ছেলে নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দেওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচংয়ের সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তার ছেলে তোকি আহমেদ (৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ ঘাতক বাসটি আটক করেন। তবে বাসের চালাক-হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। পরে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি জব্দ করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত