পেনাল্টি মিসের হতাশা পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন লিওনেল মেসি। ২০২২ সালের পর প্রথমবার পেনাল্টি মিস করলেও, ঠিক পরের ম্যাচেই গোল ও অ্যাসিস্টে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা।
মঙ্গলবার রাতে মেজর লিগ সকারে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে হ্যাভিয়ের মাচেরানোর দল।
মাত্র ১২ মিনিটেই গোলের সূচনা করেন মেসি। জর্দি আলবার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় আউটসাইড-অফ-দ্য-ফুট পাস বাড়িয়ে আলবার গোলে দলকে এগিয়ে দেন। এরপর ৪১তম মিনিটে আবারও আলবার পাস থেকেই নিজেই গোল করেন মেসি, এতে ব্যবধান বাড়ে ২-০ তে।
প্রথমার্ধেই আরও একটি গোলের সুযোগ পান মেসি, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পলের কর্নার থেকে ইয়ান ফ্রের হেডে আসে তৃতীয় গোলটি।
সান্ত্বনার গোলটি আসে সিয়াটলের মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাসের কাছ থেকে, ৬৯তম মিনিটে।
ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন,'লিগস কাপ ফাইনালের হার আমাদের কষ্ট দিয়েছিল। এই জয়টা ছিল খুব দরকারি। দুই ম্যাচ হারের পর অনেকে ধরে নিয়েছিল সব শেষ, কিন্তু আমি খেলোয়াড়দের বলেছি এটা আমাদের জন্য নতুন করে লড়াইয়ের সুযোগ। এখন প্রতিটি ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো।'
বিডি প্রতিদিন/মুসা