মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। এ সময় শারমিন আহমদ তার লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ার শাল-গজারি বনের বেষ্টনীতে ঘেরা দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন আইয়ুববিরোধী আন্দোলনের অগ্রণী সেনা। মুক্তিযুদ্ধের শুরুতে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ৯ মাস মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। আত্মপ্রচারবিমুখ তাজউদ্দীন আহমদ তাঁর অবদানের জন্য কোনো কৃতিত্ব দাবি করেননি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে একটি সবল ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করেন। তিনি যে তিনটি বাজেট নিজ হাতে প্রণয়ন করেছিলেন তা আজও বাংলাদেশের শ্রেষ্ঠ বাজেট রূপে পরিগণিত। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে আটক অবস্থায় জাতীয় অন্য তিন নেতার সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকরা।