মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোর থেকে প্রায় ১.১ লক্ষ টাকার (প্রায় ১৩০০ ডলার) পণ্য চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়েছে। চুরির সময় তাঁর গতিবিধি ধরা পড়ে সিসিটিভিতে, যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
রিপোর্ট অনুযায়ী, ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন। ৭ ঘণ্টার বেশি সময় স্টোরের ভেতরে ঘোরাঘুরি করার পর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি শেলফ থেকে শেলফে ঘুরে পণ্য নিচ্ছিলেন এবং কোনো মূল্য পরিশোধ না করেই দোকানের পশ্চিম গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা তাকে থামান। তিনি তখন জিনিসগুলোর দাম মেটানোর ইচ্ছা প্রকাশ করেন এবং বলেন, “আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না।” জবাবে একজন নারী পুলিশ কর্মকর্তা বলেন, “ভারতে কি চুরি বৈধ?” এরপর ওই নারীকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়নি। জানা গেছে, এই ঘটনাটি ঘটে ১ মে, যা পরে ইউটিউবে প্রকাশিত হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস একটি সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়, “যুক্তরাষ্ট্রে হামলা বা চুরির মতো অপরাধে কেবল আইনগত জটিলতাই নয়, বরং ভিসা বাতিল হতে পারে। এ ধরনের অপরাধ ভবিষ্যতের ভিসা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।”
বার্তায় আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশিদের কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে। আইন লঙ্ঘন করলে বিদেশি পর্যটকদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক