১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেসব প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদের পুনরায় ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য নির্ধারিত ফি’সহ নির্ধারিত আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে। আবেদনপত্র এনটিআরসিএ ওয়েবসাইটে পাওয়া যাবে।
ই-প্রত্যয়নপত্র পুনরায় উত্তোলনের আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের সত্যায়িত কপি
২. শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি
৩. সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি
৪. নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য যে কোনো উপায়ে বিনষ্ট হলে নিকটস্থ থানায় আবেদনকারীর দায়েরকৃত জিডির কপি
৫. সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত ১০০/- (একশত) টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফট।
বিডি প্রতিদিন/এমআই