কুষ্টিয়ার কুমারখালীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংসহ সকল অপরাধ নির্মূলে আট দফা লিখিত দাবি ইউএনওর কাছে জমা দিয়েছেন সচেতন নাগরিকরা। এ সময় তারা প্রশাসনকে আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী-যদুবয়রা সড়কের শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকার গোলচত্ত্বরে এক জনসচেতনতামূলক সমাবেশ এবং প্রতিবাদ শোভাযাত্রা শেষে তারা আট দফা দাবি ও আলটিমেটাম দেন।
সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধান। এতে যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও আলোর সন্ধান সংগঠনের সভাপতি শাকিল আহমেদ তিয়াসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্রজনতা, সাংবাদিক ও সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মাদক, চাঁদাবাজসহ আট দফা লিখিত দাবি জানিয়েছেন সচেতন মহল। দাবি গুলো যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ