কালো মেঘে ছেয়ে গেলে
আসে বাতাস বৃষ্টি
হৃদয় মাঝে মেঘ করিলে
নীরব কান্নার সৃষ্টি।
হঠাৎ বিজলির ঝলকানিতে
বজ্রপাতের শব্দ
মনের মাঝে আঘাত পেলে
দাগ থেকে যায় অব্দ।
মেঘের কান্নায় বর্ষা হাসে
কোলা ব্যাঙের ফুর্তি
শত্রুর দুঃখে শত্রু খুশি
ভুক্তভোগী মূর্তি।
বর্ষাকালে বন্যা হলে
নদীর ভরাডুবি
কূলকিনারা ভেঙে গিয়ে
ভাসিয়ে নেয় সবি।
এই ঘটনায় মেঘ হারায় তার
জলে ভরা কলসি
নদীর বুকে ভেসে চলে
নদীর দুকূল ভাসি।