এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে মাঠে নেমেছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রথম ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচ দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে আমিরাত তুলে ফেলে লড়াকু সংগ্রহ ১৭২ রান।
ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন দুই ওপেনার আলিশান শরাফু ও মুহাম্মদ ওয়াসিম। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ৮৮ রান। ৭টি চার ও একটি ছক্কায় ৫১ রান করে শরাফু ফিরে গেলেও, আরেকপ্রান্তে দলকে আগলে রাখেন অধিনায়ক ওয়াসিম। ম্যাচের শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৫৪ বলে ৬৯ রানের মূল্যবান ইনিংস। এই ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।
তবে ওয়াসিমের ইনিংসটি আরও আগেই থেমে যেতে পারত। ব্যক্তিগত ৩৩ রানে সহজ এক ক্যাচ ফেলে দেন ওমানের ফিল্ডার শাকিল আহমেদ। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ওয়াসিম।
শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়ান মুহাম্মদ জোহাবি ও হারষিত কৌশিক। জোহাবি ১৩ বলে ২১ রান করেন ২ চার ও ১ ছক্কায়। কৌশিক মাত্র ৮ বলে করেন ১৯ রান, মারেন ২টি ছক্কা ও ১টি চার, তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৫০।
ওমানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জিতেন রামানান্ডি, তিনি ২টি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ওমানকে করতে হবে ১৭৩ রান।
বিডি প্রতিদিন/মুসা