এশিয়া কাপে ভারতের কাছে হারের পর মাঠে সৌজন্য বিনিময় না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানো ক্রিকেটীয় রীতির অংশ হলেও, ভারতের খেলোয়াড়রা তা এড়িয়ে যান। বিষয়টিকে 'অসৌজন্যমূলক আচরণ' হিসেবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দ্রুত মাঠ ছেড়ে যান ভারতের দুই অপরাজিত ব্যাটার শিবম দুবে ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ড্রেসিংরুমে থাকা ভারতীয় খেলোয়াড় ও কোচিং স্টাফরাও পরে আর মাঠে নামেননি। ফলে দুই দলের মধ্যে প্রচলিত সৌজন্যতা প্রকাশের সুযোগই হয়নি।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রশিদ লতিফ ও শোয়েব আখতার সামাজিক মাধ্যমে ভারতের এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন।
শুধু ম্যাচ শেষে নয়, টসের সময়ও দুই দলের অধিনায়কের মধ্যে হ্যান্ডশেক হয়নি। এই ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করছে পিসিবি। তাদের দাবি, টসের আগে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে ম্যাচ রেফারি জানিয়ে দেন ‘হাত মেলানো যাবে না।’
পিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই আচরণ আইসিসির কোড অব কন্ডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেটের লঙ্ঘন। বিষয়টি নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানো হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেখেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্ট এবং ক্রিকেটীয় চেতনা ভঙ্গ করায় আমরা ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছি। তাকে এশিয়া কাপ থেকে অবিলম্বে সরানোর দাবি জানানো হয়েছে।’
আরেক পোস্টে তিনি যোগ করেন, ‘দেশের সম্মান ও মর্যাদার চেয়ে আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
বিডি প্রতিদিন/মুসা