সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের পুরনো একটি কূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলন শুরু হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রতিদিন এ কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রায় দুই মাস আগে ৩ নম্বর কূপে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার কাজ শুরু হয়। সফলভাবে কাজ শেষ করে কূপটিকে পুনরায় উৎপাদনে আনা সম্ভব হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কূপটি থেকে অন্তত ১০ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক বলেন, “কূপটিতে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। আগামী ১০ বছরে উত্তোলিত গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।”
অন্যদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “কূপটিতে গ্যাসের চাপ ভালো রয়েছে। উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাপেক্সের কার্যক্রম আরও জোরদার করতে নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
বর্তমানে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১টি কূপের মধ্যে ৭টি সক্রিয় রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল