কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি কবিরাজ মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো সমাজের জন্য হুমকি। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হোক এবং আসামির ফাঁসি কার্যকর করা হোক।
গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর কালিয়াজুরী এলাকার নেলী কটেজ থেকে তাহমিনা বেগম (৪৫) ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে।
পরবর্তীতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, মা-মেয়েকে অচেতন করার পর প্রথমে সুমাইয়াকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় মেয়েকে রক্ষার চেষ্টা করলে মা তাহমিনাকেও হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল