রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে চালু হওয়া নতুন পরিবহন সেবার প্রথম দিনেই দুটি বাস বিকল হয়ে পড়েছে। রবিবার উদ্বোধনের পরই পীরগঞ্জ রুটের একটি দ্বি-তল বাস এবং তারাগঞ্জ রুটের আরেকটি বাসে এ সমস্যা দেখা দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ রুটে মাঝপথে বাস বিকল হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে পীরগঞ্জগামী দ্বি-তল বাসটি বড়দরগা পার হয়ে বিশমাইল বাজার এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। এতে যাত্রীদের দীর্ঘ সময় আটকে থাকতে হয়। পরবর্তীতে বিকল্প ব্যবস্থা করে শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
বাসে থাকা শিক্ষার্থী আল-আমিন বলেন, “আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকার সমস্যা হয়। পরে কোনোভাবে আমাদের পীরগঞ্জে পৌঁছে দেওয়া হয়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, “আমি বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি। এমনটা হওয়ার কথা নয়।”
উল্লেখ্য, রবিবার সকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/হিমেল