আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ,
পাহাড় নদী ঝর্ণাধারা
রূপের নেই তো শেষ।
মাঠে মাঠে পাকা ধানের
রূপের বাহার ছড়ায়,
ফড়িং নাচে ধানের শীষে
শান্তি নামে ধরায়।
কলমি লতা এঁকেবেঁকে
মাটির বুকে হাঁটে,
ফুলে ফুলে প্রজাপতির
মধুর সময় কাটে।
আমার প্রিয় জন্মভূমি
সবুজ দিয়ে ঘেরা,
আমার প্রিয় জন্মভূমি
আমার কাছে সেরা।