হেমন্তেরই লাগল দোলা
নীল আকাশের গায়
সাজল এ দেশ শিশিরেরই
নূপুর পরে পায়।
শর্ষে ফুলে ভরা মাঠটা
দেখতে লাগে বেশ
উঠোনজুড়ে সোনালি ধান
আনন্দেরই রেশ।
আর কটা দিন পরে হবে
নবান্নেরই ভোজ
নতুন চালের গুঁড়ি দিয়ে
পিঠা খাবে রোজ।
তাজা তাজা সবজি নিয়ে
আসছে শীতের দিন
রোদের তেজে মিষ্টি আমেজ
বাজে সুখের বিন।