পাখির মতো আমার যদি
থাকতো দুটো ডানা
দূর আকাশে উড়ে যেতাম
শুনতাম না তো মানা।
সাগর নদী পাড়ি দিতাম
মনের সুখে উড়ে
সবুজ পাহাড় ঝর্ণা ধারা
দেখতে যেতাম দূরে।
আকাশ নীলে ওড়া শেষে
বসতাম গাছের ডালে
কিচিরমিচির কলরবে
গাইতাম সুরের তালে।
বলতো সবাই কী অপরূপ
নয়ন কাড়া পাখি
লালচে বরণ সবুজ ডানা
জুড়ায় যেন আঁখি।