পাখার মতো দেখতে লাগে
সবুজ তাল পাতা,
বৃষ্টি কিংবা রোদে আমরা
বানাই মাথার ছাতা।
কখনো বা পাতার তৈরি
হাতে পরি ঘড়ি,
বাঁশি বাজায় মিষ্টি সুরে
কখনো গান ধরি।
বন্ধুরা সব ঝুড়ি বানায়
খুকির হাতে চুড়ি,
পাতার চশমা চোখে দিয়ে
সারাটা দিন ঘুরি।
পাখার মতো দেখতে লাগে
সবুজ তাল পাতা,
বৃষ্টি কিংবা রোদে আমরা
বানাই মাথার ছাতা।
কখনো বা পাতার তৈরি
হাতে পরি ঘড়ি,
বাঁশি বাজায় মিষ্টি সুরে
কখনো গান ধরি।
বন্ধুরা সব ঝুড়ি বানায়
খুকির হাতে চুড়ি,
পাতার চশমা চোখে দিয়ে
সারাটা দিন ঘুরি।