খেঁকশিয়ালে বর সেজেছে
আয়না চেয়ে চেয়ে,
রোদ হেসেছে মেঘ হেসেছে
খুশির খবর পেয়ে।
হাতির পিঠে বাঘ চড়েছে
বাঘের পিঠে টিয়ে,
বনের সবাই খেতে যাবে
খেঁকশিয়ালের বিয়ে।
ঢোল বেজেছে ঢোল বেজেছে
গোল হয়েছে সবে,
খেঁকশিয়ালে বেজায় খুশি
আজকে বিয়ে হবে।
সাজ রাঙানো পালকি এলো
ভর নিয়েছে গাধা,
পালকি ভেঙে পড়ে গেল
পথ পেরোতে আধা।