স্বাদের পিঠা লাগে মিঠা
মায়ের হাতের যে,
এমন স্বাদের পিঠার মজা
ভুলছে কবে কে?
মায়ের হাতের নানান পদের
যখন পিঠা খাই,
আহা কি স্বাদ সবকিছু বাদ
তার তুলনা নাই।
মাকে বলি কেমন করে
বানাও পিঠা মা,
আমরা ছোট্ট তোমার কাছে
যেন পাখির ছা।
মায়ে মুচকি হেসে বলে
মজা করে খা,
খেয়ে পিঠা একটু পড়ে
ইশকুল পানে যা।
মায়ের আদর মায়ের হাতের
পিঠার কি যে স্বাদ,
যত্ন করে তৈরি পিঠায়
থাকে না তাই খাদ।