নীল আশ্বিনে সকাল বেলা
ঝরে শিউলি ফুল
কাশফুলে আর বকের ঝাঁকে
সাজে নদীর কূল।
আকাশ সাঝে রৌদ্র-মেঘে
পদ্মে ভরে বিল
নীল আশ্বিনে শরৎ সেজে
হেসেছে খিল-খিল।
নীল আশ্বিনে সকাল বেলা
ঝরে শিউলি ফুল
কাশফুলে আর বকের ঝাঁকে
সাজে নদীর কূল।
আকাশ সাঝে রৌদ্র-মেঘে
পদ্মে ভরে বিল
নীল আশ্বিনে শরৎ সেজে
হেসেছে খিল-খিল।