টুম্পামনির আছে বেড়াল
নাম হলো তার পুষি
মাছ ও দুধের বাটি পেলে
হয় ভীষণ হয় খুশি!
বাঘের মতো গোঁফ আছে তার
চোখ দুটো উজ্জ্বল
তার ভয়েতে যায় পালিয়ে
দুষ্ট ইঁদুর দল!
টুম্পামনি পড়তে গেলে
পুষি থাকে পাশে
বাড়ির সবাই পুষিটাকে
বড্ড ভালোবাসে!
টুম্পামনির আছে বেড়াল
নাম হলো তার পুষি
মাছ ও দুধের বাটি পেলে
হয় ভীষণ হয় খুশি!
বাঘের মতো গোঁফ আছে তার
চোখ দুটো উজ্জ্বল
তার ভয়েতে যায় পালিয়ে
দুষ্ট ইঁদুর দল!
টুম্পামনি পড়তে গেলে
পুষি থাকে পাশে
বাড়ির সবাই পুষিটাকে
বড্ড ভালোবাসে!