মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রক্ষণশীল আন্দোলনের কর্মী শার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। রিপাবলিকান পার্টির তরুণ ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন কার্ক। বুধবার ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনাকে ‘আমেরিকার জন্য এক অন্ধকার মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
ট্রুথ সোশালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, চার্লি কার্কের নৃশংস হত্যাকাণ্ডে তিনি ‘শোক ও ক্রোধে ভরে আছেন।’ তিনি বলেন, চার্লি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং আজ রাতে যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন তারা সবাই শোকে মর্মাহত। চার্লি একজন দেশপ্রেমিক, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মুক্ত আলোচনার জন্য এবং তার প্রিয় দেশ, যুক্তরাষ্ট্রের জন্য।
ট্রাম্প বলেন, তিনি সত্য ও স্বাধীনতার প্রতীক ছিলেন, এবং তরুণদের কাছে এত সম্মানিত আর কেউ কখনও হননি। চার্লি ছিলেন গভীর বিশ্বাসের একজন মানুষ। আমরা এই জেনে সান্ত্বনা পাই যে এখন তিনি স্বর্গে ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন এই ভয়াবহ দুঃখ ও কষ্টের সময়ে কার্কের স্ত্রী ও সন্তানদের দেখভাল করেন।
বিডি-প্রতিদিন/শআ