বাক বাকুম ডাকে কবুতর
মাথায় থাকে ঝুট
ভোর বেলায় উড়ে যায়
ধান খায় কুটকুট ।
ধান বুনেছে কৃষক মাঠে
ঝাঁকে ঝাঁকে যায়
মাঠের ধান খুঁটে খুঁটে খায়
সন্ধ্যায় ফিরে যায়।
বাকবাকুম ডাক শুনে খোকা
ঘরের বাইর হয়
সকাল বিকাল সন্ধ্যায় ডাকে
অনেক মধুময়।
এত ডাকি খোকা খোকা
ভাত খেতে আয়
কোনো কথা শুনে না যে খোকা
কবুতর ধরতে যায়।