টাপুর টুপুর
ঝুপুর ঝুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর
বৃষ্টি পড়ে
দৃষ্টি নড়ে
গাছের পাতায় ছন্দ পড়ে।
ঘরের চালে
পুকুর খালে
বৃষ্টি পড়ে তালে তালে।
কদম কেয়া
ডাকছে দেয়া
বৃষ্টি ঝরে বন্ধ খেয়া।
টাপুর টুপুর
ঝুপুর ঝুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর
বৃষ্টি পড়ে
দৃষ্টি নড়ে
গাছের পাতায় ছন্দ পড়ে।
ঘরের চালে
পুকুর খালে
বৃষ্টি পড়ে তালে তালে।
কদম কেয়া
ডাকছে দেয়া
বৃষ্টি ঝরে বন্ধ খেয়া।