আম জামরুল জাম পেকেছে
গন্ধ বাতাস জুড়ে
মাতাল হয়ে বুলবুলিটা
হঠাৎ এলো উড়ে।
পাকা পাকা ফল দেখে সে
নাচে খুশির চোটে
মিষ্টি হাসি ফুটে ওঠে
চিকন দুটো ঠোঁটে।
রস টসটস ফল চুষতে
মজা আহা কীযে
সুখভরা মুখ পুরোপুরি
নির্যাসে যায় ভিজে।
করছে সাবাড় একনাগাড়ে
পাকা ফলের থোকা
দেখছিল তা দাঁড়িয়ে দূরে
মোড়লবাড়ির খোকা।
পাখিরও তো ইচ্ছে আছে
সুস্বাদু ফল খেতে
ভেবেই খোকা ঢিল না ছুড়ে
মনে মনেই জেতে।