রাজধানী কদমতলীর জুরাইনের মুরাদপুরে দেয়ালচাপায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম মো. মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। তিনি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, জুরাইন এলাকায় থাকতেন।
তার ভাতিজা শরীয়তুল্লাহ বলেন, চাচা মোস্তাফিজুর মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বিকালে স্কুলের নির্মাণের কাজ চলছিল। তা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে বাউন্ডারির দেয়ালে চাপা পড়ে গুরুতর আহত হন আমার চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ