নেটিজেনদের বিরূপ মন্তব্য ও গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে বন্ধ হলো ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার কাজ। এমনকি বাড়ি ভাঙার খবর প্রকাশের পর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের পক্ষে বিবৃতি দেওয়া হয়। যদিও ইতোমধ্যে বাড়িটির এক-তৃতীয়াংশ ভেঙে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেন। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মেহেদী জামান সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সভা হবে। তারপর বিস্তারিত জানানো যাবে।’
ময়মনসিংহ মহানগরের হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের বংশধরের বাড়ি হিসেবে পরিচিত শতবর্ষী স্থাপনাটি ভাঙার কাজ করছে শিশু একাডেমী। জীর্ণ এ ভবনটি শিশু একাডেমী হিসেবে ব্যবহার করা হতো। তবে ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো যায়নি।
শিশু একাডেমী সূত্রে জানা যায়, বাড়িটি ঝুঁকিপূর্ণ থাকায় ভাড়া বাসায় একাডেমীর কার্যক্রম চালানো হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্থাপনাটি ভাঙা হচ্ছিল। সেখানে একটি আধাপাকা স্থাপনা এবং পরে পাঁচ তলা ভবন নির্মাণের পরিকল্পনা ছিল।