কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন এক জামায়াত নেতা। এ ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বিকালে মুরাদনগর উপজেলা পরিষদের প্রকৌশলীর অফিসকক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহবুব আলম মুন্সী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি।
ভিডিওতে দেখা গেছে, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ অফিসে তাঁর চেয়ারে বসে আছেন। তাঁর সামনে মাহবুব আলম মুন্সী দাঁড়িয়ে থেকে তর্কবিতর্ক করছেন। এক পর্যায়ে প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে জামায়াত নেতা মাহবুব আলম মুন্সি বলেন, ‘উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সংস্কারের একটি আবেদন নিয়ে উপজেলা প্রকৌশলীর কাছে যাই। তিনি আবেদনটি দেখে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে বলেন এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব। এরপর বলেন যদি রাস্তা ভেঙে পানি জমে থাকে, তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে সে পানি পরিষ্কার করেন। তখন আমিও উত্তেজিত হয়ে যাই। আমাদের মুরুব্বিরা এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে ঘটনাটির সুরাহা করেন। শর্তানুযায়ী আমার কাছে কিছু ভিডিও ছিল, তা আমি ডিলিট করে দিই। দুঃখজনক ব্যাপার হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে।’ প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে একাধিকবার ফোন ও এসএমএস দিয়েও এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস বলেন, ‘যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো আসলে কোনো ঘটনা তৈরি হয় না। যা-ই হোক বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে উপজেলা প্রকৌশলীর সঙ্গে সুরাহা করেছি। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। এ ধরনের ঘটনা না হওয়াটাই ভালো।’