প্রশাসনে আবারও পদোন্নতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উপসচিব ও অতিরিক্ত সচিব পদে এই পদোন্নতি দেওয়া হবে। বিষয়টি নিয়ে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য-উপাত্ত যাচাইবাছাই করেছেন সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। ইতোমধ্যে কয়েকটি মিটিং হয়েছে। এসএসবি সুপারিশ পাঠালে তা প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন। এরপর গেজেট প্রকাশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এক্ষেত্রে নিয়মিত ব্যাচ হিসেবে ৩০তম বিসিএস প্রাধান্য পাচ্ছে। আর যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাবে নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ২০তম ব্যাচ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আবদুর রশিদের সভাপতিত্বে ইতোমধ্যেই বেশ কয়েকটি বৈঠক করেছে এসএসবি। এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসে পদোন্নতির প্রজ্ঞাপন হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, পদোন্নতি কার্যক্রম নিয়মিত কাজের অংশ হিসেবেই হচ্ছে। দুটি ব্যাচ একটি অতিরিক্ত সচিব হবে একটি উপসচিব হবে। দুটির কাজই সমানতালে হচ্ছে। ফলে কোনটির পদোন্নতি আগে হবে জানতে চাইলে সূত্র জানায়, এখন পর্যন্ত উপসচিবদের কাজ বেশি হয়েছে। ফলে উপসচিব পদোন্নতিই আগে হবে। গত মঙ্গলবারও পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আবদুর রশিদের সভাপতিত্বে বৈঠক করে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতিসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। আরও দু-একবার বৈঠকের পর পদোন্নতিযোগ্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে। সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই উপসচিব পদে পদোন্নতি হতে পারে।
উপসচিব পদে পদোন্নতির সম্ভাব্য তালিকায় বিসিএস ৩০তম ব্যাচের ২৭৭ জন আর বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২৫ জন অন্তর্ভুক্ত হয়েছেন। লেফট আউটসহ প্রশাসন ক্যাডারের ৩ শতাধিকের বেশি কর্মকর্তা পদোন্নতির যোগ্য হয়েছেন। এ ছাড়া অন্যান্য ক্যাডারের ২২৩ কর্মকর্তা ডিএস পুলে যোগ দিতে আবেদন করেছেন। পদোন্নতি বিধিমালা অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছর চাকরিসহ কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। ৩০তম ব্যাচের কর্মকর্তাদের মতে, চাকরির এক যুগ পার হলেও এখনো উপসচিব পদোন্নতি শুরু হয়নি তাদের। এতে কাজে একটা প্রভাব পড়ছে। কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা-দুর্নীতির যাচাইবাছাই করে দুই শতাধিকের বেশি কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন বলে জানা গেছে।
এদিকে যুগ্মসচিব হিসেবে দুই বছর চাকরি করলেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হলেও এখনো পিছিয়ে আছে প্রশাসনের ২০তম ব্যাচ। এই ব্যাচের কর্মকর্তারা ২০২১ সালে যুগ্মসচিব হন। সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত ১৫ বছর পদ ছাড়াই পদোন্নতি হয়েছে, এখনো হচ্ছে। যাদের পদোন্নতি দেওয়া হবে তারা যেহেতু আরও কয়েক বছর আগেই যোগ্যতা অর্জন করেছেন তাহলে তাদের না দেওয়ার কোনো কারণ নেই। কর্মকর্তারাও যেন পদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন।’