বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কীসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাইব তা চলবে না। কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা গোপালগঞ্জের ঘটনায় নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে নাটোর শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিস্টরা সেই সুযোগ পাবে না। মহল্লায়, মহল্লায় পাহারা দিতে হবে, যেন ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজেদের মধ্য বিভেদ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদদের ষড়যন্ত্র মোকাবিলা করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে দেশে ফ্যাসিবাদরা মাথাচাড়া দিয়ে উঠবে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ দেশের অস্থিতিশীল পরিস্থিতি দূর হবে না। এ জন্য দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা নাসিম উদ্দীন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার।
বিডি প্রতিদিন/কেএ