হংকংকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
লংকানদের বিপক্ষে একাদশে বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধরনের কোনো রদবদলের সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাটিং বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে। হংকংয়ের বিপক্ষে হৃদয় খেলেছেন ৩৬ বলে ৩৫ রানের ইনিংস। এ ছাড়া হংকং ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
এর আগে গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলংকা। টেস্ট ১-০, ওয়ানডে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে লংকানরা।
এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলংকা। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স বিবেচনায় এশিয়া কাপে ভাল করার ব্যাপারে আশাবাদী লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ ৮ বার এবং শ্রীলংকা ১২ বার জিতেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত