চালের দাম ইতোমধ্যে সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশে খাদ্যাভাব না থাকলেও মূল্যবৃদ্ধির প্রবণতা যে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, তা অস্বীকারের উপায় নেই। আশার কথা, চলতি বছর দেশের বেশির ভাগ এলাকায় আমন চাষের আওতা বেড়েছে। তবে একই সঙ্গে বেড়েছে সফলভাবে আমন চাষের চ্যালেঞ্জও। মৌসুম শুরু হতে না হতেই সারের সংকট দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়াজনিত কারণে ফসলের খেতে রোগবালাই, পোকামাকড় এবং আগাছাও বেড়েছে। এর সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার শঙ্কা। আমন উৎপাদনে ওই সব চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের কৃষক। চলতি ৫৭ দশমিক ২ লাখ হেক্টর জমিতে মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন ধান। সময়মতো সার-কীটনাশক সংগ্রহসহ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে গত বছরের মতো এবারও আমনের উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত বছর অক্টোবরে দেশের উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহে বিলম্বিত বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা- শুধু এই তিন জেলাতেই প্রায় ১ লাখ হেক্টর জমির আমনের ফসল নষ্ট হয়। কৃষকদের অভিযোগ, এক বস্তা ইউরিয়া ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা রাখা হচ্ছে। টিএসপির দাম আরও বেশি। স্থানীয় প্রশাসনের মতে, কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রিতে অতি মুনাফা করছে সিন্ডিকেট। গত বছর আমন উৎপাদন ব্যাহত হওয়ায় চিকন চালের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। এর প্রভাব পড়েছে মোটা চালেও। চাল আমদানিতে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। গত বছর বন্যায় রোপা আমনের ক্ষতি হলেও এ বছর তেমন কোনো দুঃসংবাদ পায়নি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে সার নিয়ে যে অশুভ সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে উঠেছে তা কৃষকদের উৎকণ্ঠা বাড়াচ্ছে। অনেকে বাড়তি দামে সার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কৃষকদের বক্তব্য, এ ক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা করছে তাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। আগের দেড় দশকে সার নিয়ে কৃত্রিম সংকটের ঘটনা খুব একটা ঘটেনি। সরকারের সুনামের স্বার্থে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
শিরোনাম
- কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল : পরিবেশ উপদেষ্টা
- আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ
- পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ
- জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন সাকিব আল হাসান
- ঢাবিতে ভর্তি আবেদন শুরু, কোন ইউনিটের পরীক্ষা কবে?
- ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
- মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে যুবদল’
- বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- শিরোনামহীনের 'এই অবেলায় ২' আসছে ডিসেম্বরে
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে
- ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
সারসংকট
আমন চাষের প্রধান চ্যালেঞ্জ
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর