বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতিত ও পলাতক স্বৈরাচার নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্রের হাত ধরে তারা ভয়াবহ অশান্তি ও দেশকে অচল করে দিতে নীলনকশা তৈরি করছে।
শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে পৃথক বিএনপির সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এ সময় প্রিন্স বলেন, দুঃশাসন কায়েম ও গণহত্যা করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই। জনগণের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উপরন্তু তারা দেশকে অচল করে দেয়ার ব্লুপ্রিন্ট করছে। এসব করতে গেলে দেশকে অচল নয়, তারা নিজেরাই নিশ্চল হয়ে পড়বে।
তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারী এক হয়ে নির্বাচনের বিরুদ্ধে ভয়াবহ চক্রান্ত করছে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনের পথে সকল বাধা দূর করে ইনশাআল্লাহ নির্বাচনকে সফল ও অর্থবহ করবে বিএনপি।
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। নির্বাচনকে বিলম্বিত করতে পরিকল্পিতভাবে এসব নির্বাচনকে ব্যবহার করা হচ্ছে কী না জনগণের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলন সমূহে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মফিজ উদ্দিনসহ বিএনপি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত