সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কোট মসজিদ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি মনজুর আজিম সুমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো. সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সদস্য আব্দুর রহমান ও বিএনপি নেতা আবু নাসের, এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা জজ কোর্টের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম শাহীন, ডিপি জসিম, ওমর ফারুক টপি, আজগরউদ্দিন দুখু, আবু হাসান মোহাম্মদ নোমান, যুবদল নেতা মোস্তাক আহমেদ স্বপন, হাতিয়া যুব দলের নেতা আজাদসহ বিভিন্ন নেতাকর্মীরা।
সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদ জানান তারা।।
বিডি প্রতিদিন/এএ