সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা, জেলা এবং মহানগর থেকে আসা যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ে আসে। এখানে সমাবেশের পর নগরে মিছিল বের হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।
এ সময় বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি কাইয়ুম রেজওয়ান সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাচান আনিচ, রিয়াজ হোসেন, আবু কায়সার নিশাত, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এসময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই