জয়দেবপুর থানায় একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর কারাগারে ছিলেন নজরুল ইসলাম। এরপর বড় ভাই রফিকুল ইসলাম সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই দুই মাস ধরে বড় ভাই রফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। কিন্তু বিনা খরচে ভাইয়ের বাসায় দেবরের বসবাস নিয়ে অসন্তোষ ছিল ভাবি ময়না আক্তারের। এ কারণে থাকা-খাওয়ার খোঁটা দিতেন ভাবি। মূলত ভাবির খোঁটার কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নজরুল। আর ক্ষোভ থেকেই বঁটি দিয়ে ভাবি ও তার দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করে দেবর। গতকাল ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, ট্রেন থেকে একজনকে ফেলে দিয়ে হত্যার মামলায় আসামি ছিলেন নজরুল। সেই মামলায় তিনি দেড় বছর জেলে ছিলেন। আদালতে তার জবানবন্দি রেকর্ডের পর তাকে সংশ্লিষ্ট মামলায় গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, রবিবার নজরুলের সঙ্গে ভাবি ও ভাতিজির কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাতে ঘুমের মধ্যে প্রথমে ভাবি ময়না, পরে ভাতিজি রাইসা ও শেষে ভাতিজা নীরব হোসেনকে (২) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে পড়লে বিছানার চাদর দিয়ে তা মুছে খাটের নিচে রেখে তিনি পাশের রুমে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বারান্দার গেটে তালা লাগিয়ে চলে যান ভালুকা গ্যাসলাইন এলাকার কামরুল মিলিটারির রিকশার গ্যারেজে। সেখানে মোবাইল ফোন বিক্রি করে ভাড়ায়চালিত একটি অটোরিকশা নিয়ে গাজীপুরের দিকে চলে যান। পরে মাওনা এলাকার একটি গ্যারেজে রিকশাটি রেখে ৩ হাজার টাকা নিয়ে গাজীপুর এলাকায় রাতযাপন করেন। নজরুল গতকাল এক আত্মীয়কে ফোন করেন। সেই ফোনকলের সূত্র ধরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, উপপরিদর্শক (এসআই) আমিনুল হক ও নুরুল ইসলাম বিকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করেন।
শিরোনাম
- গাজা সিটি থেকে নিরাপদ গণউচ্ছেদ ‘অসম্ভব’: রেড ক্রস প্রধান
- ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা