বগুড়ার শেরপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উচরং বেন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টিএম আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন এবং জাতীয় দৈনিক কালেরকণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য তোফাজ্জল হোসেন, ডা. সারোয়ার হোসেন, আলহাজ শামীম রেজা, শিক্ষার্থী সাজ্জাদ আলম ও সুফিয়া খাতুন।
বক্তারা বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে পারিবারিক শিষ্টাচার, সামাজিক ও নৈতিক মূল্যবোধ শেখানো জরুরি। শিশু-কিশোরদের পড়াশোনা ও খেলাধুলার দিকে আগ্রহী করতে হবে। তাদের সঙ্গে কে মিশছে, কখন বাসায় ফিরছে—এসব বিষয়ে মা-বাবাকে নজর রাখতে হবে। পাশাপাশি জগৎবিখ্যাত লেখকদের বই পড়ায় উৎসাহ দিতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা কিশোর গ্যাং দমনে সম্মিলিত সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক