মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলাইড সায়েন্স (আইসিএমইএএস) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার এমআইএসটিতে এর উদ্বোধন করা হয়। সম্মেলনটি শেষ হবে আগামী ১৯ জুলাই।
এই সম্মেলন পূর্ববর্তী সফল আয়োজনগুলোর ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। যার মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের একত্রিত করে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, চীন এবং বাংলাদেশের নবীন গবেষক ও বিজ্ঞানীরা বিশ্বমানের একটি বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নিজেদের প্রকাশের সুযোগ পাবেন এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ লাভ করবেন।
এই বছর আইসিএমইএএসে বাংলাদেশ এবং অন্যান্য ৮টি দেশ থেকে সর্বমোট ২৮৯টি গবেষণাপত্র জমা পড়েছে। যার মধ্যে ১৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। মানদণ্ড অনুযায়ী মৌখিক উপস্থাপনার জন্য গৃহীত সমস্ত গবেষণাপত্র স্কোপাস-ইনডেক্স প্রসিডিংস এবং স্কোপাস-ইনডেক্স জার্নালে প্রকাশিত হবে।
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী ৫০টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত লেখক এবং উপস্থাপকরা গবেষণাপত্র জমা দিয়েছেন। সম্মেলনের গুণগতমান অ্যাকাডেমিক ও শিল্প গবেষকদের জন্য বিশেষ মূল্য বহন করবে। পাশাপাশি এটি গবেষক, পেশাজীবী ও শিক্ষাবিদদের জন্য একটি আন্তঃশাখাগত গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন, প্রবণতা, চ্যালেঞ্জ ও সমাধানসমূহ নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের সূচনা ঘোষণা করেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ জুলাই এমআইএসটির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করবেন।
বিডি প্রতিদিন/কেএ