আগস্টের প্রথম দশকের মধ্যেই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে এই আবেদন কার্যক্রম, যা শুরু হয়েছিল গত ১১ জুলাই। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে থাকি আমরা। এবারও একই নিয়ম অনুসরণ করা হবে।
সেই হিসাবে ১০ জুলাই ফল প্রকাশের দিন থেকে গণনা করে দেখা যায়, ৯ আগস্টের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগস্টের প্রথম দশকের মধ্যেই শিক্ষার্থীরা রিভিউয়ের ফল পেয়ে যাবেন।
বিডি-প্রতিদিন/শআ