রাজধানীর পল্টনে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর জখম হওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান তিনি। এসময় মির্জা ফখরুল তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে, সোমবার পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতিকারী জাগপা সভাপতিকে এলোপাতাড়িভাবে কোপায়। এতে তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ