চীনে বৈদ্যুতিক গাড়ির (ইভি) দামের যুদ্ধ ও অযৌক্তিক প্রতিযোগিতা রোধে কঠোর নীতিমালা আনতে যাচ্ছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সভাপতিত্বে বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
চীন সরকার বহু বছর ধরেই পরিবেশবান্ধব ও স্বল্প দূষণকারী ব্যাটারিচালিত গাড়ি উৎপাদনে প্রচুর সরকারি সহায়তা দিয়ে আসছে। তবে, সম্প্রতি দামের অসুস্থ প্রতিযোগিতায় অনেক স্টার্টআপ প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ছে। বিপুল ছাড় ও পুরোনো গাড়ি বদলে নতুন গাড়ি কেনার স্কিম চললেও এতে শিল্পখাতে অস্থিরতা তৈরি হয়েছে।
এই অস্থির প্রতিযোগিতাকে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে 'ইনভোলিউশন' শব্দ দিয়ে বোঝানো হচ্ছে—যেখানে অতিরিক্ত প্রতিযোগিতা নিজেকেই ক্ষতিগ্রস্ত করে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে শীর্ষ কর্মকর্তারা দাম ও প্রতিযোগিতা নিয়ন্ত্রণে উন্নয়ন ঘটিয়ে ইভি শিল্পে সুস্থ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা নতুন শক্তিচালিত যানবাহনের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এর আগে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স গত মে মাসেই সতর্ক করে বলেছিল, ‘উচ্ছৃঙ্খল প্রতিযোগিতা’ ভবিষ্যতে ইভি শিল্পের স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।
বিশ্লেষক বিল বিশপ তাঁর ‘সিনোসিজম’ নিউজলেটারে লেখেন, বৈঠকের ভাষ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সরকার ইভি গাড়ির দামে ‘মূল্যনিয়ন্ত্রণ’ আরোপ করতে পারে। তাঁর মতে, "সরকার এবার সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছে অযৌক্তিক প্রতিযোগিতা ঠেকাতে।"
বিডি প্রতিদিন/আশিক