চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে জুলাই পুনর্জাগরণ ২০২৫ ও জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে বিপ্লবী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং ভিডিও পেজেন্টেশনে মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিময় দিনগুলো স্মরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসূফ। সঞ্চালনা করেন জুলাইগণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের সদস্য-সচিব বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমইউ সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী ও ডা. একেএম ফজলুল হক, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিম উল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. মো. ইব্রাহীম চৌধুরী, প্রকৌশলী ইঞ্জি. ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন ও সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ১২ জন ব্যক্তিকে সম্মানন ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা আছেন।
বিডি প্রতিদিন/কেএ