বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্যই সবচেয়ে জরুরি বিষয়। যদি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে বা সেই ঐক্য দৃঢ় না হয়, তাহলে যে কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ফ্যাসিস্ট ও লুটেরা গোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন হয়েছেন, তেমন ঘটনার শিকার অন্য কেউও হতে পারেন। তাই সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে- সেটি আমাদের সকলের কাম্য। আমরা স্বাভাবিক জীবন, চলাফেরা, বসবাস ও রাজনীতি চাই। কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর ভুল সিদ্ধান্তে যদি দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ভুক্তভোগী সবাই হবো। তাই প্রতিটি রাজনৈতিক দল ও নেতাকর্মীর উচিত দায়িত্বশীলভাবে কর্মসূচি দেওয়া ও বক্তব্য রাখা। কেউ যদি উস্কানিমূলক আচরণ করেন, তা সমাজব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এবং সে সুযোগ কাউকে দেওয়া হবে না।’
বাজুসের জেলা সভাপতি সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
সভায় বক্তারা বাজুসের ৬ দশকের অবদান তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিতে স্বর্ণ শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। তারা স্বর্ণ ব্যবসাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাজুসের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে ব্যবসার উন্নয়নে করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়। প্রধান অতিথি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় জেলা ও উপজেলার জুয়েলারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ