গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও অন্তত ৪৯ জন নিহত হয়েছেন এবং ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রসহ বহু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। নির্বিচারে বোমাবর্ষণের কারণে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ পরিচালিত স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রও ধ্বংস করে ফেলা হয়েছে। শনিবার শুধু গাজা সিটিতেই নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছালেও গোটা গাজা উপত্যকায় এই দিনে ইসরায়েলি হামলায় মোট ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে দুই লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা গাজা সিটি ছেড়ে গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, সামরিক বাহিনীর (আইডিএফ) হিসাব অনুযায়ী, গাজা সিটি থেকে আড়াই লক্ষাধিক বাসিন্দা তাদের নিজস্ব নিরাপত্তার জন্য অনত্র চলে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনির বসবাস।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম