নীলফামারীতে পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কুখাপাড়াস্থ ঘটনাস্থলে গিয়ে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ও নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন পরিবারগুলো। পৌরসভার জরুরি ত্রাণ তহবিল থেকে পরিবারগুলোকে ১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে, বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান সহিদ ও রতন আলীর আটটি ঘর ভস্মীভূত হয়।
বিডি প্রতিদিন/এমআই