ওমানে নির্মাণাধীন একটি দেওয়াল ধসে ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার, ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে ওমানের মুবেলা আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা, সার্ভেয়ার আবদুল মাবুদ জানান, আইয়ুব আলী তার ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফরসহ কয়েকজন শ্রমিক নিয়ে একটি পাকা দেওয়াল নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ দেওয়াল ধসে পড়লে তিনি চাপা পড়েন। দ্রুত শ্রমিকরা উদ্ধার করেন, কিন্তু তখনও তার মৃত্যু হয়।
আইয়ুব আলী দীর্ঘদিন ধরে ওমানে ঠিকাদারী কাজ করে আসছিলেন। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ দ্রুত দেশে আনার জন্য ওমানের দূতাবাস ও আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
দুপুরে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/আশিক