রিয়াল মাদ্রিদ চতুর্থ ম্যাচে টানা জয় নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের চমৎকার পারফরম্যান্সে। শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় জাবি আলোনসোর শিষ্যরা।
ম্যাচের ১২তম মিনিটে এমবাপ্পে প্রথম গোল করেন। ৩২ মিনিটে ডিন হুইসেন লাল কার্ড পান, এরপরও দলকে থামতে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৪ মিনিটে) এমবাপ্পে চমৎকার ড্রিবলিং করে আরদা গুলেরকে পাস দেন, যিনি নিখুঁতভাবে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
সোসিয়েদাদরা পেনাল্টি থেকে মিকেল ওয়ারইয়াবালকে গোল করিয়ে ব্যবধান কমায়। শেষ মুহূর্তে রিয়ালের ডিফেন্স দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত হয়। ৮২ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড মাঠে নামেন, নতুন যোগ হওয়া খেলোয়াড় হিসেবে।
চার ম্যাচে চার জয় নিয়ে রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। এই ম্যাচটি জাবি আলোনসোর জন্যও বিশেষ, কারণ এখানে তিনি খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং কোচিং ক্যারিয়ারও সোসিয়েদাদের বি দল থেকেই শুরু হয়েছিল।
ম্যাচে রিয়াল মাদ্রিদের বল দখল ছিল ৩৬%, রিয়াল সোসিয়েদাদের ৬৪%, তবে রিয়াল ৬টি শট নেয় প্রতিপক্ষের গোলমুখে, সোসিয়েদাদ ৪টি।
বিডি প্রতিদিন/আশিক