যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের যে আমানত দিয়েছে এক বছরে তা পূরণ করতে চাই। শিক্ষার্থীবান্ধব স্বপ্নের ক্যাম্পাস করবো। ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখবো কথা দিচ্ছি।’
নির্বাচনী দায়িত্ব পালনকালে জাবি শিক্ষকের মৃত্যুর কথা স্মরণ করে তিনি বলেন, ‘ম্যাডামের মৃত্যুতে দোয়া করা হবে। বিজয় মিছিল করা হবে না।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা কোনোভাবে মনে করি না। ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল